আব্দুল মান্নান সিদ্দিকীঃ
২৪ ডিসেম্বর সকাল ১১.৩০টায় মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলারজাহানাবাদ এলাকায়,শ্রীনগর আল-আমিন বাজার হতে আগত অটোরিকশা চালকের বেপরোয়া গতিতে অটো চালানোর ফলে বিপরীত দিক থেকে দোহার উপজেলার ফুলতলা হতে আগত একটি রিক্সায় মুখোমুখি সংঘর্ষে রিক্সায় অবস্থানরত এক নারী ও তার শিশু সন্তান মারাত্মকভাবে আহত হন।
দুর্ঘটনায় পতিত নারী ও তার শিশুক সন্তানকে উদ্ধার করে স্থানীয়হাসপাতালে প্রেরণ করেন।
প্রত্যক্ষদর্শীদের বিবরণের জানাযায়,দুর্ঘটনারমূল কারণ অটোচালকের বেপরোয়াগতিতে গাড়ি চালানা।
এখানে বিশেষভাবে উল্লেখযোগ্য প্রায় প্রতিদিনই এরাস্তাটিতে চালকদের বেপরোয়া গতিতে গাড়ি চালানোর ফলে দুর্ঘটনা ঘটে।