মো: ফেরদৌস জোর্য়াদ্দারঃ
ঝিনাইদহ জেলা পুলিশের আয়োজনে পুলিশ সুপারের কার্যালয় সম্মেলন কক্ষে নবনিযুক্ত পুলিশ সুপার মোহাম্মদ আশিকুর রহমান,বিপিএম,পিপিএম (বার) মহোদ্বয়ের সাথে ঝিনাইদহ জেলার সকল ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের এক পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
পর্যায়ক্রমে পুলিশ সুপার মহোদয় মোহাম্মদ আশিকুর রহমান উপস্থিত সকল সাংবাদিকদের সাথে পরিচিতি, কুশল বিনিময় করেন।
মোহাম্মদ অাশিকুর রহমান জেলার সার্বিক আইন-শৃঙ্খলা স্বাভাবিক রেখে কাঙ্খিত জনবান্ধব, মাদক, চোরাচালান, বাল্যবিবাহ প্রতিরোধ, কিশোর গ্যাংয়ের উৎপাত মুক্ত ঝিনাইদহ জেলা গড়তে সকল সাংবাদিকদের সাথে আলোচনা করেন এবং গনমাধ্যমকর্মীদের সহযোগীতা কামনা করেন।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনাব মোঃ অানোয়ার সাঈদ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), জনাব অাবুল বাশার,অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), জনাব আবু রাসেল,অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্),জনাব অমিত কুমার বর্মন,সিনিয়র সহকারী পুলিশ সুপার,শৈলকুপা সার্কেল,জনাব মোঃ সোহেল রানা,অফিসার ইনচার্জ, ঝিনাইদহ থানা এবং ঝিনাইদহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার অনেক সাংবাদিকবৃন্দ।
মোহাম্মদ আশিকুর রহমান জেলার আইনশৃঙ্খলা রক্ষা, যানজট নিরসন, জঙ্গিবাদ ও মাদক নিয়ন্ত্রণ, সাইবার বুলিং, কিশোর গ্যাং প্রতিরোধ, যানজট নিরসন ও সামাজিক সচেতনতা বৃদ্ধি ও আস্থা অর্জন করে মাননীয় আইজিপি মহোদয়ের নির্দেশিত পুলিশি সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।