মো: ফেরদৌস জোর্য়াদ্দার,ঝিনাইদহ
ঝিনাইদহে ৪ বছরের শিশু ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন কারাদন্ড পাশাপাশি ০১ লক্ষ টাকা জরিমানা আদায়ের নির্দেশ দিয়েছেন মহামান্য আদালত। সোমবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জনাব মো: মিজানুর রহমান এ দন্ডাদেশ প্রদাণ করেন।
মামলার বিবরণ সূএে জানা যায়, ২০২০ সালের ২১ ফেব্রুয়ারি দুপুরে শৈলকুপা উপজেলার ফলিয়া গ্রামের শিপন মন্ডল নামে জৈনক ব্যক্তি ৪ বছরের একটি শিশুকে মিষ্টি খাওয়ানোর লোভ দেখিয়ে ধর্ষণ করে। এতে শিশু বাচ্চাটি অসুস্থ হয়ে পড়ে এবং বাড়িতে গিয়ে নির্যাতনের কথা বলার পর তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় ঐ দিনই শিশুটির দাদা বাদি হয়ে শৈলকুপা থানায় মামলা দায়ের করেন। তদন্ত শেষে ২০২০ সালের ২৯ ডিসেম্বর চার্জশিট দাখিল করে পুলিশ। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে সোমবার মহামান্য আদালত অভিযুক্ত শিপন মন্ডলকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ডের আদেশ দেন এবং একই সাথে ১ লক্ষ টাকা জরিমানা আদায়ের নির্দেশ দেন।