মো: ফেরদৌস জোর্য়াদ্দারঃ
ঝিনাইদহ জেলার নারিকেল বাড়ীয়ার মিয়াকুন্ডু গ্রামের হতদরিদ্র দিনমজুর মোঃ আহমেদ আলীর (৭৫) কনিষ্ঠ সন্তান মো: আক্তারুল ইসলাম( ২৫) একজন মেধাবী ছাত্র। যিনি এসএসসি ও এইচএসসিতে বিজ্ঞান বিভাগে A+ রেজাল্ট নিয়ে ঝিনাইদহ কেসি কলেজ থেকে পদার্থ বিজ্ঞানে অনার্স শেষ করেছেন। অর্থের অভাবে এবং শারীরিক অসুস্থতার কারণে মাস্টার্স ভর্তি হতে পারেননি।
মো: আক্তারুল ইসলাম প্রায় ৩ বছর যাবৎ কিডনির জটিল সমস্যায় ভুগছেন, বর্তমানে তার দুটি কিডনি বিকল হয়ে পড়েছে। সপ্তাহে দুইবার ডায়ালসিস করতে হয়। যার খরচ সপ্তাহে প্রায় ১০,০০০ টাকা। বর্তমানে আক্তার ঢাকা আদ দ্বীন হাসপাতালে ডা: আল মামুনের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন।
আক্তারুল এর ব্যাপারে ডা: আল মামুনের সাথে কথা বলে জানা যায়, আক্তারুলের দুটি কিডনি বিকল হয়ে গেছে ওর অবস্থা দিন দিন খারাপের দিকে যাচ্ছে সপ্তাহে দুটি ডায়ালেসিস চলছে। আক্তারুল কে বাঁচাতে একটিই সমাধান দ্রুত কিডনি প্রতিস্থাপন করা। কিডনি প্রতিস্থাপনে প্রয়োজন ১৬ থেকে ২০ লক্ষ টাকা যার একটি টাকা বর্তমানে তার হতদরিদ্র দিনমজুর পরিবারের পক্ষে জোগাড় করা সম্ভব না। তাহলে কি বাঁচবে না আক্তারুল !!
মেধাবী ও হতদরিদ্র মো: আক্তারুলের সাথে একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন, আমার বাবা একজন হত দরিদ্র দিনমজুর তার বয়স ৭৫ বছর। অনেক কষ্ট করে আমাকে উচ্চশিক্ষায় শিক্ষিত করতে চেয়েছিলেন। যেন লেখাপড়া শেষ করে সংসারের হাল ধরতে পারি। কখনো লেখাপড়ায় ফাকি দেইনি, চেয়েছি ভালো ফলাফল করে বড় হয়ে ভালো একটা চাকুরী করে পিতা মাতার কষ্টগুলোকে লাঘব করব। কিন্তু নিয়তির কি নির্মম পরিহাস আমার দুটো কিডনি বিকল হয়ে গেছে কতক্ষন জীবন আছে জানিনা। ডা: দ্রত কিডনি প্রতিস্থাপন করতে বলেছেন কিন্তু অর্থ নাই, আমি বাঁচতে চাই।
মো: আক্তারুল ইসলাম এ সুন্দর পৃথিবীতে আরো কিছুদিন বেঁচে থাকতে সমাজের মানবিক মূল্যবোধের দিক থেকে সর্বস্তরের মানুষ ও বিত্তবানদের সহযোগিতায় হাত বাড়িয়ে দিয়ে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। আক্তার আরো বলেন, মহান আল্লাহ রাব্বুল আলামীনের ইচ্ছায় ও সকলের সহযোগিতায় বেঁচে থাকলে দেশ ও দশের জন্য কাজ করে প্রতিদান দিব একদিন ইনশাআল্লাহ।
মো: আক্তারুলের চিকিৎসা সহযোগিতায় পএিকা ও অনলাইন মিডিয়াতে অনেক নিউজ হয়েছে। পাশাপাশি যার কথা না বললেই নয় ঝিনাইদহের মানবিক মানুষ মো: আলিফ যিনি গত প্রায় দেড় বছর ধরে আক্তারুলের চিকিৎসার অর্থ যোগাতে মানুষের দারে দারে ছুটে বেড়াচ্ছেন, সকলকে এগিয়ে আসার আকুতি জানিয়েছেন। ধন্যবাদ জানাচ্ছি মানবিক মানুষ আলিফ কে।
পাশাপাশি আক্তারুলের মাস্টার্স ভর্তি ও চিকিৎসার সহযোগিতায় এগিয়ে এসেছেন Roof Royal Cafe & Restaurant পরিবারের সকল সদস্যবৃন্দ।
বিশেষ করে Samiul Haque Sami, Songram Hossain,Shahin Islam আপনারা মানবিক মূল্যবোধের জায়গা থেকে একটি মেধাবী হতদরিদ্র অসুস্থ আক্তারের চিকিৎসায় পাশে দাঁড়িয়েছেন। মানবিক কাজে অংশগ্রহণে আপনাদের প্রতি জাতি কৃতজ্ঞ।
মানবিক মূল্যবোধে, বাঁচবে আক্তার,জিতবে মানবতা ইনশাহআল্লাহ।
আক্তার কে বাঁচাতে পারে আপনার দায়িত্ববোধ, শুধু মাত্র অর্থের অভাবে যদি একটি তাজা প্রাণ বিনা চিকিৎসায় হারিয়ে যায়, তাহলে আমরা যে মানুষ তার অর্থ ও হারিয়ে যাবে। আসুন মানবিক মূল্যবোধের জায়গা থেকে দায়িত্ব নিয়ে মানবিক সহযোগিতার হাত বাড়িয়ে আক্তার কে বাঁচিয়ে তুলে হতদরিদ্র দিনমজুর বৃদ্ধ বাবা মায়ের অবলম্বন কে ফিরিয়ে দেই তাদের হাতে।
বি: দ্র: পোস্টটি বেশি বেশি শেয়ার করে আক্তারুলের জীবন বাঁচাতে অর্থ সহযোগিতায় সবসময় পাশেই থাকবেন ইনশাআল্লাহ বাঁচবে আক্তার, জিতবে মানবতা।
সাহায্যের জন্য সরাসরি যোগাযোগ করুন :-
মোঃআক্তারুল ইসলাম
গ্রাম:মিয়াকুন্ডু
পোস্ট:টিকারী বাজার
থানা ও জেলাঃঝিনাইদাহ
বিকাশ / নগদ
01980587326
রকেট
01980 5873266
ইসলামী ব্যাংক
মোঃআক্তারুল ইসলাম
20501750204109217
যে কোনো প্রয়োজনে
01888444141
বড়ো ভাই(Alif Islam)
যে কোন প্রয়োজনে –
01302845724 ( খবর ঝিনাইদহ )
আপনি পাঠিয়েছেন