নিজস্ব প্রতিবেদক :
আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও পরিকল্পনা প্রতিমন্ত্রী অধ্যাপক ড. শামসুল আলম বলেছেন,আওয়ামী লীগ একটি গণমুখী রাজনৈতিক দল এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্যই আওয়ামী লীগ গঠিত হয়েছে।তবে কখনো আওয়ামী লীগের মাঝে কিছুটা অনৈক্য থাকলেও নির্বাচনের সময় তারা যে ঐক্যবদ্ধ হয়ে যায় মতলব উত্তরের ছেংগারচর পৌরসভা নির্বাচনে তা আরেকবার প্রমাণিত।
২৯ সেপ্টেম্বর( শুক্রবার) বিকেলে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের মমরুজকান্দি সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় ইসলামবাদ ও দুর্গাপুর ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন আয়োজিত উন্নয়ন সমাবেশে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন ।
পরিকল্পনা প্রতিমন্ত্রী আরও বলেন, বঙ্গবন্ধু আমাদের স্বাধীন দেশ দিয়ে গেছেন। আজ তারই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নত দেশ গড়তে দিনরাত কাজ করে যাচ্ছেন। মহান মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে আমাদের নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে হবে। ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের পর এখন স্মার্ট বাংলাদেশের পথে এগিয়ে যাচ্ছে দেশ। ২০৪১ সালের মধ্যে আমরা উন্নত দেশের কাতারে যেতে চাই।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন সারা বিশ্বে মার্যাদার জায়গায় আসন গ্রহণ করেছে। বাংলাদেশ এখন সবার কাছে উন্নয়নের রোল মডেল। তিনি সবসময় দেশের মানুষের কল্যাণের কথা ভাবেন। শেখ হাসিনার এই অবদানের কারণেই তাকে ‘মাদার অব হিউম্যানিটি’ বলা হয়ে থাকে।
দুর্গাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মাহবুব আলম এর সভাপতিত্বে এবং উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য সচিব এড. আক্তারুজ্জামান আক্তারের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মনজুর আহমেদ মঞ্জু,ছেংগারচর পৌর মেয়র আলহাজ্ব লায়ন আরিফ উল্যাহ সরকার,ঢাকার রমনা থানা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা হাসান ইমাম,মতলব উত্তর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোতাহার হোসেস খান সুফল,উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি গিয়াস উদ্দিন চৌধুরী ও শহীদ উল্যাহ প্রধান,মোহনপুর পর্যটন কেন্দ্রের প্রতিষ্ঠাতা পরিচালক কাজী মিজানুর রহমান মিজান, ছেংগারচর পৌর আওয়ামীলীগ নেতা আতিক উল্যাহ আতিক।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন,ইসলামবাদ ইউপি’র সাবেক চেয়ারম্যান শাহ মোঃ আল আমিন,চাঁদপুর জেলা যুবলীগ নেতা গাজী শাখাওয়াত হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্মআহবায়ক খসরু ঢালী,উপজো যুবলীগ নেতা শরীফ হোসেন,ফতেপুর পূর্ব ইউনিয়ন যুবলীগের সভাপতি আবুল হাসানাত,উপজেলা ছাত্রলীগ নেতা নেছার উদ্দিন মিশন,সুজাতপুর নেছারিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খোরশেদ আলম।