স্টাফ রিপোর্টার :
চাঁদপুরের মতলব দক্ষিণ থানা পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ বিপিএম (বার) ২১ আগস্ট আকস্মিক পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে তিনি থানার সকল বিষয়ে খোঁজ-খবর নেন এবং কর্মরত অফিসারদের সাথে আইন-শৃঙ্খলার সার্বিক বিষয়ের দিক-নির্দেশনা প্রদান করেন।
এ সময় সঙ্গে ছিলেন সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) ইয়াসির আরাফাত, মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন মিয়া, ইন্সেপেক্টর (তদন্ত) মোঃ হারুনুর রশিদ। আকস্মিকভাবে পরিদর্শনকালে পুলিশ সুপার মিলন মাহমুদ থানার সার্বিক বিষয়ে সন্তোষ প্রকাশ করেন।