• শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ১২:২৩ পূর্বাহ্ন

গাইবান্ধা জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আবু বকর সিদ্দিকের দায়িত্ব গ্রহণ 

Lovelu / ২৭৯ Time View
Update : মঙ্গলবার, ২২ নভেম্বর, ২০২২

মোঃ সাজেদুল ইসলাম, গাইবান্ধা: 
গাইবান্ধা জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আলহাজ্জ্ব মোঃ আবু বকর সিদ্দিক সহ নবনির্বাচিত সকল সদস্যগণ দায়িত্বভার গ্রহণ  করেছেন। সোমবার (২১ নভেম্বর)  দুপুরে এই দায়িত্বভার তুলে দেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আবদুর রউফ তালুকদার। প্রথমেই জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তাসহ পরিষদের সকল কর্মকর্তা- কর্মচারীরা নবনির্বাচিত জেলা পরিষদের চেয়ারম্যান ও সকল সদস্যদের  ফুলেল শুভেচ্ছা জানান। 
এরপর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে জেলা পরিষদ চত্বরে বৃক্ষরোপণ করেন তিনি। বৃক্ষরোপণ শেষে জেলা পরিষদ হলরুমে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপস্থিত ছিলেন গাইবান্ধা-২ সাদুল্লাপুর-পলাশবাড়ি আসনের সংসদ সদস্য উম্মে কুলসুম স্মৃতি, গাইবান্ধা সদর উপজেলা চেয়ারম্যান শাহ্ সারোয়ার কবীর, সাদুল্লাপুর উপজেলা চেয়ারম্যান খান মো. শাহরিয়ার বিপ্লব, পলাশবাড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান মোকছেদ চৌধুরী বিদুৎ, গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান, সুন্দরগঞ্জের মেয়র আশরাফুল আলম লেবু,  গোবিন্দগঞ্জের মেয়র মোক্তাদির রহমান রাফি, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রেজাউল করিম রেজা, সাধারণ সম্পাদক মৃদুল মোস্তাফিজ ঝন্টু, জেলা যুবলীগের সভাপতি সর্দার শাহিদ হাসান লোটন, সাধারণ সম্পাদক শাহ আহসান হাবিব রাজীব, ছাত্রলীগের সাবেক সভাপতি আসিফ সরকার, সাধারণ সম্পাদক মোসাদ্দেক হোসেন মামুন সহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
দেশের সার্বিক উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে ও দেশনেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সবাইকে সাথে নিয়ে গাইবান্ধা জেলার সার্বিক উন্নয়নের জন্য কাজ করার প্রতিশ্রুতি ব‍্যক্ত করেন নবনির্বাচিত চেয়ারম্যান আলহাজ্জ্ব মোঃ আবু বকর সিদ্দিক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category