মোঃ সাজেদুল ইসলাম, গাইবান্ধা:
গাইবান্ধা সদর উপজেলা প্রশাসনের আয়োজনে ডিজিটাল উদ্ভাবনী মেলা ২০২২ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়।
গাইবান্ধা সদর উপজেলা চত্বরে দিন ব্যাপি মেলার উদ্বোধন করেন, জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি। উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা প্রশাসক মোঃ অলিউর রহমান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ্ সারওয়ার কবির, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ শরীফুল আলম, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ রেজাউল করিম রেজা, সাধারণ সম্পাদক মৃদুল মোস্তাফিজ ঝন্টু, পৌর আওয়ামী লীগের সভাপতি ওমর ফারুক রুবেল, সাধারণ সম্পাদক কামাল হোসেন, সদর উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আনিসুর রহমান। একদিনের এই মেলায় মোট ৩৫ টি স্টল অংশগ্রহণ করে। এর মধ্যে স্কুল- কলেজ ৯ টি এবং বিভিন্ন প্রতিষ্ঠান ২৬ টি।