মোঃ সাজেদুল ইসলাম, গাইবান্ধা:
কমিউনিটি পুলিশিং এর মূলমন্ত্র, “শান্তি শৃঙ্খলা সর্বত্র”- এই প্রতিপাদ্য নিয়ে গাইবান্ধায় পালিত হয়েছে কমিউনিটি পুলিশিং ডে। আজ সকালে গাইবান্ধা জেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটি ও জেলা পুলিশের যৌথ উদ্যোগে পুলিশ সুপারের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ করে।
পরে আলোচনা অনুষ্ঠানে কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটির আহবায়ক এম. আবদুস সালামের সভাপতিত্বে বক্তব্য রাখেন পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম, জেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় ফোরামের সদস্য সচিব আহসান হাবীব রাজীবসহ অন্যান্যরা।