মোঃসালাউদ্দিনঃ
দেশব্যাপী বিএনপি-জামায়াতের সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে শান্তি সমাবেশ করেছে খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগ ও সকল সহযোগি সংগঠন।
আজ শুক্রবার (২৬ মে) বিকেলে নারিকেল বাগানস্থ খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এ শান্তি সমাবেশ করে।
এর আগে দলীয় নেতাকর্মীরা মিছিল নিয়ে শান্তি সমাবেশস্থলে জমায়েত হয়।
খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি কল্যাণ মিত্র বড়ুয়ার সভাপতিত্বে সহ-দফতর সম্পাদক নুরুল আজমের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন-খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও পৌর মেয়র নির্মলেন্দু চৌধুরী,সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম দিদার,সাবেক জেলা পরিষদ সদস্য জুয়েল চাকমা, জেলা আওয়ামীলীগের সদস্য নুরুল্লাহ হিরো, শামীম চৌধুরী,খাগড়াছড়ি জেলা যুবলীগের সাধারন সম্পাদক কেএম ইসমাইল, জেলা কৃষক লীগের সভাপতি পিন্টু ভট্টাচার্য, জাতীয় শ্রমিক লীগ খাগড়াছড়ি জেলা শাখার আহবায়ক জানু সিকদার, খাগড়াছড়ি সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি সঞ্জিব ত্রিপুরা,খাগড়াছড়ি জেলা ছাত্রলীগের আহবায়ক উবিক মোহন ত্রিপুরা।
এ সময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বিশ্বজিত রায় দাস,খাগড়াছড়ি পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক পরিমল দেবনাথসহ সংগঠনের সিনিয়র নেতা ও কর্মীরা এতে অংশ নেয়।
এতে বক্তারা বলেন,ষড়যন্ত্র ও নৈরাজ্য আগুন সন্ত্রাস করে কখনো দেশের উন্নয়ন ঠেকানো যাবে না।
বিএনপি এদেশের উন্নয়ন চায় না বলেই গাড়িতে আগুন,প্রেটোল বোমা, সন্ত্রাসী হামলা সহ সাধারন মানুষের প্রাণহানির মধ্য দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করে দেশের শান্তি শৃঙ্খলা, উন্নয়নের অগ্রগতি প্রতিরোধ করতে চায়।
আর আওয়ামী লীগ উন্নয়নে বিশ্বাস করে বলে দেশের অভাবনীয় উন্নয়ন করে যাচ্ছে।
এছাড়াও বিএনপি সরকারের আমলে খাগড়াছড়িতে আওয়ামী লীগের ২১ নেতাকর্মী হত্যাসহ বিশৃঙ্খলার ফিরিস্তি তুলে ধরে বিএনপির আর কোন ষড়যন্ত্র মেনে নেওয়া হবেনা বলে হুশিয়ারী জানান।
অন্যদিকে বিএনপি খাগড়াছড়িতে সমাবেশে যাওয়ার পথে খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের কার্যালয়ের সামনে নেতাকর্মীদের উপর হামলা ও ভাংচুরের ঘটনার নিন্দা জানিয়ে ক্ষোভ প্রকাশ করেন।
এদিকে খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের পক্ষে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় আওয়ামীলীগের কার্যালয়ের সামনে নেতাকর্মীদের উপর হামলা ও ভাংচুরের ঘটনয় জড়িতদের আইনের আওতায় এনে শাস্তির দাবী জানায় আওয়ামী নেতাকর্মীরা।