কুড়িগ্রাম প্রতিনিধি:
স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করেছে কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ড।
মঙ্গলবার (১৫ আগস্ট) দিবসটি উপলক্ষে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ড অফিস প্রাঙ্গণে জাতীয় পতাকা অর্ধনমিতভাবে উত্তোলন করা হয়। এর পর জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন বাপাউবো কুড়িগ্রাম পওর বিভাগের নির্বাহী প্রকৌশলী মো আব্দুল্লাহ আল মামুন।
এসময় বাপাউবো কুড়িগ্রাম পওর বিভাগের নির্বাহী প্রকৌশলীর নেতৃত্বে অত্র দপ্তরের সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দ জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।
পরে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।