মাসুদ রানা, কুড়িগ্রাম:
অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্যদিয়ে কুড়িগ্রাম টেলিভিশন রিপোর্টার্স ফোরাম (টিআরএফ’র) ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবণে অবস্থিত ইস্টিকুটুম প্লাস-এ ইফতার অনুষ্ঠানে গণমাধ্যমকর্মী ও বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে টিআরএফ’র আহবায়ক হুমায়ুন কবির সূর্য’র সভাপতিত্বে শুভেচ্ছা বিনিময় করেন সাবেক সিভিল সার্জন ডা. এস.এম আমিনুল ইসলাম, একুশে পদকে ভুষিত বিশিষ্ট আইনজীবী, পাবলিক প্রসিকিউটর ও জেলা আওয়ামীলীগের সহসভাপতি অধ্যক্ষ অ্যাডভোকেট এস.এম আব্রাহাম লিংকন, জেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আমজাদ হোসেন, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক অধ্যক্ষ রাশেদুজ্জামান বাবু, কুড়িগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল খালেক ফারুক, বিশিষ্ট সাংবাদিক সফি খান, সাংবাদিক অ্যাডভোকেট আহসান হাবীব নীলু, সাংবাদিক খ.ম আতাউর রহমান বিপ্লব, টিআরএফ’র সদস্য সচিব নাজমুল হোসেন প্রমুখ।
সমমনা সংবাদকর্মীদেরকে নিয়ে ২০১৮ সাল থেকে কুড়িগ্রাম টেলিভিশন রিপোর্টাস ফোরাম কুড়িগ্রাম জেলায় বিভিন্ন দুর্যোগকালিন সময় ও উন্নয়ন কর্মকান্ডে পিছিয়ে পরা জনগোষ্ঠীর উন্নয়নে বিভিন্ন প্রতিবেদনের মাধ্যমে কুড়িগ্রাম জেলাকে উন্নয়নের কাতারে নিয়ে যেতে কাজ করছে।
অনুষ্ঠানে জেলার বিভিন্ন উপজেলায় কর্মরত ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত সংবাদকর্মী, সুধীজন ও ভিডিও জার্নাালিস্টগণ উপস্থিত ছিলেন।