মোঃ আব্দুল আলিম, কুষ্টিয়া:
কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার গোলাপনগরে পদ্মা নদীতে উদ্ধারকৃত লাশের পরিচয় মিলেছে। ফিঙ্গার প্রিন্ট এর সাথে জাতীয় পরিচয়পত্র পরীক্ষা ও ম্যাচিং করে পরিচয় সনাক্ত হয়েছে। অজ্ঞাত মৃত ব্যক্তিটির নাম মিনারুল ইসলাম , পিতার নাম আইয়ুব আলী, গ্রাম নীলগঞ্জ তাঁতী পাড়া থানা ও জেলা যশোর। পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন (পিবিআই) এই পরিচয় উদঘাটন করলো।
আজ বৃহস্পতিবার ১১/০৮/২০২২ ইং তারিখ সকাল ১০ টার সময় স্থানীয়রা পাট জাগ দিতে গেলে ভেড়ামারার গোলাপনগর মনি পার্কের উত্তর পাশে পদ্মা নদী থেকে মুখ ও পা বাঁধা অবস্থায় অজ্ঞাত হিসেবে ভাসমান অবস্থায় একটি লাশ দেখে পুলিশে খবর দেয়। সংবাদ পেয়ে তাৎক্ষণিক ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মজিবুর রহমানের নেতৃত্বে
সঙ্গীয় পুলিশ ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হন। এবং লাশটি উদ্ধার করেন। ঘটনাস্থলে উপস্থিত হয়েছিলেন পাকশী লক্ষীকুন্ডা থেকে নৌ-পুলিশ। লাশটি তাদের হেফাজতেই নেয়া হচ্ছে।
এলাকাবাসী ধারনা করছে তার বয়স ৩৫ থেকে ৪০ হতে পারে। সরেজমিনে দেখা যায় তার মুখে দাড়ী ও গোপ আছে, গায়ে কালো গেঞ্জি ও পরনে হলুদ রংয়ের ট্রাউজার ছিলো, মুখ ও দুই পা টেপ দিয়ে বাধা ছিলো।