• রবিবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৫, ০২:৩৫ অপরাহ্ন
Headline

উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকল্প নাই….পরিকল্পনা প্রতিমন্ত্রী

Lovelu / ২১৬ Time View
Update : মঙ্গলবার, ৩১ জানুয়ারী, ২০২৩

স্টাফ রিপোর্টারঃ

পরিকল্পনা প্রতিমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য অধ্যাপক ড. শামসুল আলম বলেছেন, সারাদেশে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারো ক্ষমতায় আনতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আছে বলেই দেশ আজ এগিয়ে যাচ্ছে। আপনারা সবাই প্রধানমন্ত্রীর জন্য দোয়া করবেন।ো

৩১ জানুয়ারি চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার ১নং নায়েরগাঁও উত্তর ইউনিয়ন পরিষদের আয়োজনে শীতার্তদের মাঝে প্রতিমন্ত্রীর নিজস্ব অর্থায়নে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রেনু দাসের সভাপতিত্বে ও নায়েরগাঁও উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান মোল্লার সঞ্চালনায় আধারা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএইচএম কবির আহমেদ, সহকারী পুলিশ সুপার (চাঁদপুর সদর সার্কেল) ইয়াসির আরাফাত, মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মোঃ সাইদুল ইসলাম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তছলিম আহমেদ মিয়াজী, আধারা উচ্চ বিদ্যালয়ের সভাপতি মোঃ হারুনুর রশিদ, ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক রাসেল পাটওয়ারী নিলয়, ইউনিয়ন ছাত্রলীগ নেতা মোঃ জুয়েল।

শুভেচ্ছা বক্তব্য রাখেন আধারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইসাক গাজী।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ লিয়াকত হোসেন প্রধান, উপজেলা আওয়ামী লীগ নেতা ফারুক বিন জামান, প্রভাষক জসিম উদ্দিন, ইসলামাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাখাওয়াত হোসেন মুকুল, জেলা স্বেচ্ছাসেবক লীগের গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক মিয়া মোহাম্মদ আসাদুজ্জামান, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ক সম্পাদক, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শ্যামল চন্দ্র দাস, ইসলামাবাদ ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক এসএম রাসেল বাবু, উপজেলা তাঁতী লীগের আহ্বায়ক মোঃ জালাল উদ্দিন খান, ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবুল খায়েরসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ইউনিয়ন পরিষদের সকল সদস্যবৃন্দ, আধারা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

পরে শীতার্তদের মাঝে প্রধান অতিথি কম্বল বিতরণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category