নিজস্ব প্রতিবেদক:
মাইজভাণ্ডার শরীফের সাজ্জাদানশীন, ড. সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল হাসানী মাইজভাণ্ডারী বলেছেন,ইসলামের বাণী প্রচারের সূচনালগ্নে প্রিয় নবিজী (দ) যখন কাফিরদের অত্যাচার ও বিদ্বেষের তীরের আঘাতে জর্জরিত, তখন প্রেরণার আলোকবর্তিকা হয়ে উঠেছিলেন মা খাদিজাতুল কুবরা (রাঃ)। প্রিয় নবিজী (দ) এর প্রতি আত্নত্যাগের জন্যই তিনি লাভ করেছেন, ‘উম্মুল মু’মিনীন’ বা ‘বিশ্বাসীদের মা’ এর মহৎ মর্যাদা।
১০ই রমজান মা খাদিজা (রাঃ) এর পবিত্র ওফাত দিবসে রাজধানীর উত্তরখানের কাচকুঁড়াতে মইনীয়া সাইফিয়া হেফজখানা ও এতিমখানা কমপ্লেক্সে আলোচনা সভা ও ইফতার মাহ্ফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “প্রিয় নবিজী (দ) এর চারিত্রিক বৈশিষ্ট্য ও সততায় মুগ্ধ হয়ে ধনী পরিবারের কণ্যা হযরত মা খাদিজা (রাঃ) [ ৫৫৬-৬১৯ ] তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।নবুয়্যতপ্রাপ্তি ও ইসলাম প্রচারের ক্ষেত্রে মহানবী (দ) যে দুর্গম ও কণ্টকময় পরিস্থিতির সম্মুখীন হয়েছিলেন, সে কঠিন মুহূর্তে তিনি সকল প্রতিকূলতাকে জয় করে সবসময় মহানবী (দ) এর পাশে ছিলেন। উঁচু হেরা পাহাড়ের গুহার সেই বন্ধুর পথ তিনি প্রতিদিন পাড়ি দিতেন শুধুমাত্র রাসুলে পাক (দ) এর প্রতি তার অসীম ভালোবাসার জন্য।
তিনি নিজের সব ধন-সম্পদ ইসলামের প্রচারের লক্ষ্যে রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) কে হস্তান্তর করেন।
১৪০০ বছর আগে তিনি যে আদর্শ প্রতিষ্ঠা করে গেছেন, আজও তার অনুসরণে বিশ্ববাসী পাচ্ছে মুক্তির দিশা।
হযরত মা খাদিজাতুল কুবরা (রাঃ) নিঃস্বার্থ ভালোবাসার দেদীপ্যমান নিদর্শন আমাদের মাঝে রেখে গেছেন।”