== মাহফুজুর রহমান সৌরভ ==
শব্দের রানওয়ে জুড়ে এখানেই থেমে যায়
তোমার আমার গোপন ভূমিকা
তথাপি তুমি আমি ভেঙেছি বৃত্তের খোলস
ঐশ্বর্যময় অবনত জলের বিহারে..
তোমার অরণ্য বীথি বুক ছুঁয়ে
খুঁজে পাই পৃথিবীর আশ্চর্য জলছবি
প্রকৃতির এ নিগুঢ় রহস্য ঘেটে
আমরা হেটে যাই মোমের স্বভাবে
জলবায়ু উষ্ণতায় সময়ের যৌথ খামারে।
রুপালী জ্যোৎস্নার অভ্রভেদী মায়াজাল
ঘিরে রাখুক আমাদের সমতল বন্ধন
জলের সমাহার
অভিবাদন তোমাকে শব্দমন্ত্র গেঁথে দিলাম
আমার গৃহস্থলি কসরৎ দেখে
কি অবাক কান্ড!
তুমি সূর্যরঙা হয়ে উঠো।