মতলব দক্ষিণ প্রতিনিধি:
মতলব দক্ষিণ উপজেলার স্বেচ্ছাসেবী সংগঠন আশার আলো অর্গানাইজেশনের (২০২৪- ২৫) কার্য নির্বাহী কমিটির মতবিনিময় সভা ৬ ডিসেম্বর বিকেলে নারায়নপুরে অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন আশার আলো অর্গানাইজেশন এর কেন্দ্রীয় কমিটির সদস্যবৃন্দ ও নির্বাহী কমিটির সদস্য বৃন্দ।
পবিত্র কুরআন তেলওয়াত ও গিতা পাঠের মাধ্যমে সভার কার্যক্রম শুরু হয়।
২০২৪-২৫ কমিটির সদস্যদের ফুল দিয়ে বরন করে নেন অন্যান্য সদস্যবৃন্দ।
সংগঠনের সভাপতি সামি কাজী বলেন, সংগঠনকে গতিশীল রাখার জন্য সবার একত্রে দলবদ্ধ হয়ে কাজ করতে হবে। সমাজের উন্নয়নের জন্য আমরা সব সময় কাজ করে যাব। সংগঠনের সকলের আন্তরিক সহযোগিতা কামনা করছি।
সংগঠনটির সাধারণ সম্পাদক জাহিদ হাসান বলেন, আমরা মানবতার ফেরিওয়ালা। যেখানে দূর্নীতি থাকবে আমরা বৈধ উপায়ে প্রতিহত করবো।
বিভিন্ন সেবা মূলক কাজের মধ্যে স্বাবলম্বী প্রকল্প চালু করার সিদ্ধান্ত নেয় সংগঠনটি।