শহিদুল ইসলাম খোকন :
মানুষ থাকবে ঘড়ে,আমরা যাবো তাদের তড়ে।” এই স্লোগানকে সামনে রেখে চাঁদপুরের মতলব উত্তরে স্বেচ্ছাসেবী সংগঠন আলোকিত মতলব এর উদ্যোগে তৃতীয় মেডিকেল সেবা সম্পূর্ণ হয়েছে।
১৯ আগষ্ট শুক্রবার মতলব উত্তর উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নের আমিরাবাদ চরের গরিব, দুঃখি, সুবিধাবঞ্চিত ও চিকিৎসা সেবা নিতে কষ্টসাধ্য ব্যাক্তিদের ৪ জন বিশেষজ্ঞ ডাক্তার দিয়ে তাদের সেবা দেওয়ার জন্য মেডিকেল ক্যাম্পেইনটি অনুষ্টিত হয়েছে।
সকাল ১০ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত এ কার্যক্রম চলে। ডাক্তার দেখানোর পাশাপাশি ফ্রি ওষুধও বিতরণ করা হয়।এ সময় প্রায় ২ শতাধিক রোগী চিকিৎসা ও ঔষধ দেওয়া হয়েছে।
এ সময় আলোকিত মতলব সংগঠন এর সভাপতি ডাঃ মকবুল হোসেন মুকুল বলেন, আমরা মতলব উত্তরের ১৪টি ইউনিয়নে ফ্রী মেডিকেল সেবার কর্মসূচি হাতে নিয়েছি। তারই অংশ হিসেবে ফরাজিকান্দি ইউনিয়নের আমিরাবাদ চরে তৃতীয় মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
তিনি আরো বলেন মানুষের কাছে আমাদের সেবা পৌছে দিতে।অনেক সময় দেখা যায় সুবিধাবঞ্চিত এ সকল মানুষ গুলো ভালো ডাক্তার দেখাতে পারে না,তাই তাদের জন্য আমাদের এই ক্যাম্পেইন চলমান থাকবে।এছাড়াও তিনি উক্ত ক্যাম্প সুন্দরভাবে সম্পন্ন করার জন্য যারা শ্রম দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে সহযোগিতা করেছেন তাদেরকে ধন্যবাদ জানান। ভবিষ্যতেও এভাবে মানুৃষের পাশে থাকার আহব্বান জানান তিনি। এ সময় সংগঠনে সকল সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।