মো: ফিরোজ উদ্দিন, শেরপুর জেলা প্রতিনিধি:
কৃষক বাঁচলে বাঁচবে দেশ বঙ্গবন্ধুর_সোনার_বাংলাদেশ। এই স্লোগানে শেরপুর জেলার নকলা উপজেলা ছাত্র লীগের আহ্বায়ক আবু হামজা কনকের নেতৃত্বে উপজেলার অসহায় কৃষকদের পাশে দাঁড়িয়েছে ছাত্র লীগের কর্মীগণ। প্রতিদিনের ন্যায় আজ ২৭ এপ্রিল বৃহস্পতিবার উপজেলার ৭ নং টালকী ইউনিয়নের ফুলপুর গ্রামে অসহায় শারীরিক অক্ষম আজগর আলীর ৪২ শতাংশ জমির ধান কেটে বাড়ি পৌঁছে দেয়।
ছাত্র লীগের প্রতিটি কর্মীকে কনক ভালবাসায় আপন মহিমায় আগলে রেখেছেন। ছাত্র লীগের কর্মীর বিপদে তিনি নিজের সর্বাঙ্গ বিলিয়ে দেন। তিনি একজন সত্যিকারের মানবদরদী লোক। রমজানের ঈদেও তিনি গণমাধ্যমকর্মীসহ উপজেলার দুই শতাধিক পরিবারের মুখে হাসির রেখা টেনে দিয়েছেন।
আবু হামজা কনক সাংবাদিকের প্রশ্নের মুখে বলেন,আমরা বাংলাদেশ ছাত্রলীগ কাজ করি বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে। বৈষয়িক মন্দা মোকাবেলায় বাংলাদেশ ছাত্রলীগ এর কার্যনির্বাহী কমিটির সংগ্রামী সভাপতি ও বিপ্লবী সাধারণ সম্পাদক এর নির্দেশে। সেই লক্ষ্যে নকলা উপজেলার বর্গাচাষি ও শারীরিক অক্ষম আজগর আলীর ৪২ শতাংশ জমির ধান সেচ্ছাশ্রমের মাধ্যমে কেটে বাড়ীতে পৌছে দেই। কোন অসহায় কৃষকের খবর পেলে সাথে পৌঁছে যাবে নকলা উপজেলা ছাত্র লীগ। আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।
এসময় কনকের সহযোগী হিসেবে ছাত্র লীগের অন্যান্ন কর্মীদের মধ্যে ,নাজমুল হাসান নাঈম,শাওন হাসান, আল আমিন আকন্দ, স্বাধীন, ইয়াকুব, রাজু মিয়া,মজিদ মিয়া,লেমন,মুখলেস, সিফাত,আশরাফুল ইসলাম
মামুন, নিরব প্রমুখ।