মো: ফেরদৌস জোর্য়াদ্দারঃ
আধুনিক ঝিনাইদহ রূপদানে স্বীকৃতি স্বরূপ “আগা খান ” পুরস্কারে ভূষিত হলেন সাবেক মেয়র সাইদুল করিম মিন্টু। কর্ম সফলতার কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাতে কোন কিছুই বাধার সৃষ্টি করতে পারে না। তারই স্বীকৃতিস্বরুপ “আগা খান পুরস্কার -২০২২” সালের সংক্ষিপ্ত তালিকায় নবগঙ্গা নদীর ধারে নির্মিত দৃষ্টিনন্দন “ওয়াকওয়ে” জায়গা করে নেওয়ায়”Institute of architect Bangladesh” অনুষ্ঠানে আগা খান পুরস্কারে পুরস্কৃত হলেন সাইদুল করিম মিন্টু।
“আমি ঠিক দেশ ঠিক ” এ শ্লোগান এর প্রবক্তা আধুনিক ঝিনাইদহ পৌরসভার রুপকার, বিশ্ব মহামারী করোনা কালীন সময়ের নিঃস্বার্থভাবে ঝিনাইদহবাসীর পাশে থেকে সম্মুখ সমুক্ষে মহামারী মোকাবেলায় মানবিক পুরুষ সদ্য সাবেক সফল মেয়র, ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব আলহাজ্ব সাইদুল করিম মিন্টু। আপনার গর্বে মাথা উচু করে বুক চিতিয়ে আমরা গর্বিত।