....আইরিন সুলতানা লিমা….
আমরা ড্রামের ভেতর লোভের
আগুনের চারা রোপণ করি।
আগুন মানুষের নিজের শরীর
বেরিয়ে পড়েছে ভ্রমণে…
আমরা প্রতিদিন আগুনের মধ্য দিয়ে
আগুন হয়ে হাঁটি আর ভস্মীভূত হই।
যখন আমরা অন্ধের মতো আগুন বহন করছি
যখন আমরা বোবার মতো আগুন দেখে চুপ থাকি
তখন আগুন আমাদের একমাত্র সহচর।
আমাদের আধুনিক অব্যবস্থাপনা আমাদের কাছে অগ্নিকুণ্ড হয়ে ফিরে আসে।
আমরা যতই আধুনিক হচ্ছি, হচ্ছি বেপরোয়া
আমরা ব্যবহার করি আধুনিকতা,
তার ফল ভোগ করি আগুন আহারের মধ্য দিয়ে।
আমরা পরিত্রাণের উপায় খুঁজি না
মীমাংসা করার জন্য কিছুই রাখি না
আমরা ভোগবাদী, আমাদের লালসা ছাড়া
দ্বিতীয় কোনো ইচ্ছে নেই।
আমাদের আমরা ভালোবাসতে ভুলে গেছি
যেদিন থেকে আমরা আধুনিক হতে শুরু করেছি।