মোঃ আবু সাঈদ,বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুর জেলার বিরামপুর উপজলার মহাসড়কের পাশে চন্ডিপুর নামক স্থানে (৬ মার্চ) সোমবার ভোর রাতে বিদ্যুৎ শট সার্কিট থেকে আগুন লেগে এক মুদি দোকানীর ভবিষ্যৎ স্বপ্ন পুড়ে ছাই হয়ছে।সর্বশান্ত হায়ে পরিবার টি এখন দিশহারা।
মুদি দোকানী জাহাঙ্গীর আলম জানান, বিরামপুর-ফুলবাড়ি মহাসড়কর পাশে চন্ডিপুর মোড় নামক স্থানে আমার একটি মুদিখানা দোকান ছিল। সারা জীবনর আয় রোজগার ও এনজিও’র টাকা দিয়ে সাজিয়ে ছিলাম আমার স্বপ্নের দোকান। এই দোকানের আয় দিয় চলতো আমার দুই শিশু লেখাপড়া ও সংসারের খরচ।
তিনি আরো জানান, দোকানে ফ্রিজ, গ্যাসর চুলা, ম্যাজিক চুলা সহ বিভিন প্রকারর প্রায় ৭ লাখ টাকার মালামাল ছিল সব পুড় ছাই হয়ছে।
বিরামপুর ফার্য়ার সার্ভিস কর্মকর্তা আব্দুল আজিজের সাথে কথা বললে তিনি সাংবাদিকে জানান, আনুমানিক ভোর রাত ৫ টার দিকে ৯৯৯ নাম্বারে কল করে চন্ডিপুর নামক স্থানে মুদির দোকানে আগুন লেগেছে বলে জানায়, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। প্রাথমিক ভাবে ধারণা করা যাচ্ছে এটি বিদ্যুৎ শটসার্কিট থেকে এই আগুনের সুত্র পাত হয়।